উপজেলা প্রশাসনের উদ্যেগে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশঃ ০৫ অগাস্ট, ২০১৯ ০৫:১৮:২৫ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৯:২৮:৩৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে উপজেলা প্রশাসনে আয়োজনে  মশক  নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার দুপুরে বান্দরবান সদরের বালাঘাটা বাজারে এই অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত থেকে অভিযানে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো:নোমান হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌরসভার সচিব মো:তৌহিদুল ইসলাম,১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আবুল খায়ের আবুসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বাজারের ব্যবসায়ীরা ।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক বালাঘাটা বাজারের বিভিন্ন অলিগলিতে ঘন্টাব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং অভিযানে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীকে সচেতনমুলক দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।  তিনি এসময় বিভিন্ন হোটেল মোটেল পরিদর্শন করেন এবং রোগব্যাধি থেকে মুক্ত থাকতে সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান।

দেশব্যাপী  মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ বাড়ীর আঙ্গিনা পরিস্কার রাখার পাশাপাশি জ্বর ব্যধি দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়ার অনুরোধ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আয়োজনকারিরা।

অভিযানে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ময়লা আর্বজনা অপসারণের পাশাপাশি ডেঙ্গু রোগের বিস্তার রোধে মশার ওষুধ স্প্রে করা হয় ।