খাগড়াছড়িতে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশঃ ৩১ জুলাই, ২০১৯ ১২:০৭:০৭ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৪:৪৮:২১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি সপ্তাহে  ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তন্মধ্যে বুধবার পর্যন্ত হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছে। বাকীরা চিকিৎসকের পরামর্শে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়ে গেছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, খাগড়াছড়িতে শনাক্ত হওয়া ৬ জনই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে খাগড়াছড়িতে এসেছে। ওয়ার্ড ও কেবিনে ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা পরিচর্যার ব্যবস্থা রাখা হয়েছে। চলতি সপ্তাহের শনিবার থেকে বুধবার পর্যন্ত ৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। তাদের মধ্যে ৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, খাগড়াছড়িতে ডেঙ্গুসহ অন্যান্য রোগের ভাইরাস বহনকারী মশক নিধনে ঔষধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে।