চন্দ্রঘোনায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশঃ ১১ জুলাই, ২০১৯ ১২:৩২:৫৮ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১১:১১:৫৪
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। টানা বর্ষণের ফলে গত সোমবার পড়ে ধসে বাড়ি বিধস্ত হয়ে গত ৮ জুলাই দুপুরে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকাধীন কলাবাগান মালী কলোনীতে স্থানীয় গফুর মিয়ার মেয়ে তাহমিনা আক্তার (২৫) ও সুনিল মল্লিকের নাতী সূর্য মল্লিক (৩) ঘটনাস্থলে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি বিধস্ত হয়েছিল সুধীর মল্লিকের বাড়ি।

ক্ষতিগ্রস্থ তিন পরিবারের মাঝে বুধবার সন্ধ্যায় খাদ্য সামগ্রী বিতরণ করেন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। এসময় তিনি তিনি তাদের হাতে চাল, ডাল, তৈল, আলু, চিনি, লবন, সাবান, মোমবাতি, ম্যাচ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আরশাদ আলী এরশাদ, সুমন, আবুল হাসনাত খোকন, আওয়ামী লীগ নেতা সাহিদ উদ্দিন, বাহাদুর, নবী সহ আরও অনেকে।