টানা বর্ষণে ঝুকিপুর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে যেতে জেলা প্রশাসনের মাইকিং

প্রকাশঃ ০৭ জুলাই, ২০১৯ ১১:২১:১৭ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৮:৩১:৩১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গত ২ দিনের টানা বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধবসের আশংকায়  জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটি শহরের পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপুর্ণ এলাকায় বসবাসকারী সকল জনগনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। এছাড়া বিকাল থেকে রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ আশ্রয় অথবা জেলা প্রশাসনের খুলে দেয়া আশ্রয় কেন্দ্র গুলোতে চলে যেতে বলা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে ২১ টি আশ্রয় কেন্দ্র খোলো হয়েছে।
২০১৭ সালে পাহাড় ধবসে রাঙামাটিতে ১২০জন এবং গত বছর পাহাড় নানিয়াচররে ১১জন মানুষ মারা যায়।  
এদিকে বিকালে  রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দূর্যোগ মনিটরিং বিষয়ক সভা রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা শারমিন আলমসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক বলেন, রাঙামাটি শহরে মোট ২১ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া ১০ উপজেলায় বিভিন্ন স্কুলেও আশ্রয় কেন্দ্র খোলার নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া সন্ধ্যায় জেলা প্রশাসক টিভি সেন্টার, শিমুলতলী এলাকাসহ ঝুকিপুর্ণ  এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ভারি বর্ষণ হলে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় অথবা নিকবর্তী আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়ার আহবান জানান।