রাঙামাটিতে পাবলিক সার্ভিস দিবস পালন

প্রকাশঃ ২৩ জুনe, ২০১৯ ০৬:০৮:২৪ | আপডেটঃ ০৫ মে, ২০২৪ ০১:১৪:০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় শহরের জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় বক্তারা  দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পুরণের জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের উপরে গুরুত্ব দেন।

বক্তারা বলেন, জনগণের সেবা দেওয়ার পাশাপাশি জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন হতে হবে।  জনগণ সচেতন না হলে যেকোন কাজে গতি পাবে না। যার কারণে এসডিজি পুরণে ব্যহত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা,  অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা, সাংবাদিক সুনীল কান্তি দে।

এর আগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত একটি র‌্যালী বের করা হয়।