বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশঃ ২০ জুনe, ২০১৯ ১২:৫২:৪৬ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০১:৫১:০৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। জেলা প্রশাসনের আয়োজনে ও পরিবেশ অধিদপ্তর এর সহায়তায় বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান কালেক্টরেট স্কুলে গিয়ে শেষ হয়। র‌্যালীতে ব্যানার,ফেস্টুন হাতে নিয়ে বান্দরবানের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শামীম হোসেন রেজা, সদও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,বান্দরবান সিভিল সার্জন বিভাগের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ড:সাসুইচিং মার্মা,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দিসহ বান্দরবানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
র‌্যালী শেষে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে র‌্যালীতে অংশ নেয়া  বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ চারা বিতরণ করা হয়।