লামায় অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্বে প্রশাসনের অভিযান

প্রকাশঃ ১২ জুনe, ২০১৯ ০৮:২৫:৪৪ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৫:৩০:৫৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা, কাঠাঁলছড়া ও বনপুর এলাকায় অবৈধ পাথরের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লামা ইশরাত সিদ্দিকা, পরিবেশ অধিদপ্তর বান্দরবান শাখার সহকারী পরিচালক একেএম সামিউল আলম কুরসী, পরিবেশের ইন্সপেক্টর নাজনীন সুলতানা নীপা ও লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আশরাফ।
শীঘ্রই লামার ইয়াংছা ও বনপুর অংশে অবৈধ পাথর উত্তোলনের সাথে জড়িত ব্যবসায়ীদের সাধারণ মামলার মাধ্যমে আইনের আওতায় আনা হবে জানান, পরিবেশ অধিদপ্তর বান্দরবান শাখার সহকারী পরিচালক একেএম সামিউল আলম কুরসী।