মোজাম্মেল হক লিটনের জামিন মঞ্জুর

প্রকাশঃ ১২ জুনe, ২০১৯ ০৮:০৮:২১ | আপডেটঃ ০৮ মে, ২০২৪ ০৬:০৯:২৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। জামাত নেতা ও মাসিক বান্দরবান এর সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক লিটন জামিন লাভ করেছেন।
মঙ্গলবার দুপুরে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামি পক্ষের আইনজীবী মুহাম্মদ আবুল কালামসহ অন্যান্য আইনজীবীগণ জামিন প্রার্থনা করলে বিচারক যুক্তিতর্ক শেষে জামিন মঞ্জুর করেন।


এর আগে সোমবার (১০জুন) দুপুরে ঈদ জামাত নিয়ে উষ্কানিমূলক ফেইসবুক স্ট্যাটাস দেওয়ার অভিযোগ এনে তাঁকে আটক করেছিল পুলিশ।
আটকের পর তাকে বান্দরবান সদর থানায় জিআর ১৯৬/১৮ নং একটি রাজনৈতিক মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে আদালতে প্রেরণ করলে আসামি পক্ষের আইনজীবীগণের যুক্তিতর্ক শেষে বিচারক কামরুন নাহার জামিন মঞ্জুর করেন।

আজ ১২/০৬/২০১৯ তারিখ বুধবার বেলা ১১ঃ০০ ঘটিকায় ভূমি বন্দোবস্ত প্রদানের ক্ষেত্রে আরোপিত স্থগিতাদেশ শিথিলের বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ মেসবাহুল ইসলাম। এছাড়া তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান/প্রতিনিধি, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ পার্বত্য মন্ত্রণালয়ের উর্ধতন