কেপিএমের সিবিএ নির্বাচনে রাজ্জাক-বাচ্চু জয়ী

প্রকাশঃ ১২ জুনe, ২০১৯ ০২:১৮:৫৫ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০১:৫০:৩৮
সিএইচটি টুডে ডট কম,কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম) লি. এর কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) নির্বাচনে দ্বিতীয় বারের মতো এবারও বিজয়ের মালা গলায় পড়েছে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের নেতারা।

মঙ্গলবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া সিবিএ নির্বাচনে চাকা প্রতীক নিয়ে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ (রেজি. নং- ২৬২১) পেয়েছে ১৬৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্ধি সংগঠন হাতুড়ী প্রতীক নিয়ে কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি. নং- ০৮) পেয়েছে ১২৫ ভোট। নির্বাচনে ৩টি ভোট বাতিল হওয়ায় ৪৪ ভোটে শ্রমিক-কর্মচারী পরিষদ সিবিএ সভাপতি নির্বাচিত হয়েছে আবদুল রাজ্জাক এবং সাধারণ সম্পাদক নির্বাচীত হয়েছে আনোয়ার হোসেন বাচ্চু। এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩১১ জন। এর মধ্যে নির্বাচনের আগে ৭ জন শ্রমিক অবসরে যায়।

এর আগে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই থানা অফিসার ইনর্চাজ সৈয়দ মো. নূর, কেপিএমের জিএম (প্রশাসন) একরাম উল্লাহ খন্দকার, কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সভাপতি আবদুল রাজ্জাক, কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন হারুন। আলোচনা সভা শেষে প্রিসাইডিং অফিসার কর্তৃক ফলাফল ঘোষনা করা হয়।