বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরন

প্রকাশঃ ০৩ জুনe, ২০১৯ ০১:৩৩:১৫ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৯:৪৩:৪৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবধিা বঞ্চিত পথ শশিুদরে মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
আজ ২রা  জুন রোববার সকালে স্থানীয় রাজার মাঠে শহরের বিভিন্ন  এলাকার শতাধিক দরিদ্র , অবহেলিত ও সুবিধা বঞ্চিত ৭-১২ বছরের পথ শিশুদের  মাঝে এসব ঈদ উপহার  বিতরণ করা হয়। এসময় বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খললিুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসনে বাবলু, বিশিষ্ট সমাজসেবক  প্রকাশ বড়ুয়া, তৌহিদুর রহমান রাশেদ, ইসমাইলসহ সংগঠনরে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের  সাধারণ সম্পাদক নাজমুল হোসেন  বাবলু বলেন, সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত শিশু ও কিশোর শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করাই এ সংগঠনরে  উদ্দ্যেশো। ঈদের সময় যেসব সুবিধা বঞ্চিত অসহায় শিশুরা নতুন জামা কাগড় কিনতে পারে না তাদের ঈদ আনন্দময় করতে আমাদের এই উদ্যোগ। এর আগেও  আমরা পথ শিশুদের বিভিন্ন শিক্ষা সামগ্রী শিক্ষাবৃত্তি প্রদান করেছি।