প্রকাশঃ ২২ মে, ২০১৯ ০৩:৩১:৫৬
| আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ১১:৩১:০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি তথা পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় গিটারিস্ট দিনুপম আসাম বনি বিগত ২৫ এপ্রিল অসুস্থবোধ করলে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ২৭ এপ্রিল থেকে সে চোখে ঝাপসা দেখতে শুরু করে ধীরে ধীরে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ভারত নেয়ার পরামর্শ দেয়।
সবার সহযোগিতায় আজ ২১ মে এপ্রিল দুপুর আড়াইটায় উন্নত চিকিৎসার জন্য চেন্নাই, ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। তার সাথে অভিভাবক হিসেবে আছেন জিকো মার্মা ও দীপ্ত দেওয়ান বাপ্পি। দিনুপম আসাম বর্তমানে চট্টগ্রাম কলেজে, দর্শন বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
দীনুপুম আসাম বনির পিতা দীপক আসাম, মাতাঃ লতা আসাম। দুইভাইয়ের মধ্যে সে কনিষ্ঠ। তার বড় ভাই বর্তমানে শ্রীলংকায় অবস্থান করছেন। তার পরিবার এবং বন্ধুবান্ধব বনি যেন সুকিৎসার মাধ্যমে দ্রুত দৃষ্টি শক্তি ফিরে পায় এ জন্য সকলের নিকট আশীর্বাদ চেয়েছেন।