খাগড়াছড়িতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশঃ ১৭ মে, ২০১৯ ০৭:১২:৫৬ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০১:৫৫:৩৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। শুক্রবার সকালে নারিকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দিবসটি পালন করা হয়।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, যুব ও ক্রীড়া সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মংসুপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য খোকনেশ^র ত্রিপুরা এবং সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা।

আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা ও স্বদেশ প্রত্যাবর্তনের কথা তুলে ধরে আওয়ামীলীগের সরকার ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।