প্রকাশঃ ০৭ মে, ২০১৯ ১১:৫১:৪৯
| আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৭:০৬:৩১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সুযোগ্য কন্যা ম্যা ম্যা খিং ভেনাস এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে।
সোমবার সারাদেশে এক যোগে এসএসসি’র ফলাফল প্রকাশ করা হয়। ভেনাস ফেনী গার্লস ক্যাডেট স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে। তার এই সাফল্যে বান্দরবান জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছাস প্রকাশ করে স্ট্যাটাস দিতে দেখা যায়। অনেক নেতাকমী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সুযোগ্য কন্যা ম্যা ম্যা খিং ভেনাস এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ায় তাকে অভিনন্দন প্রকাশ করে।
প্রসঙ্গত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ২১ লাখ ২৭ হাজার ৮১৫জন শিক্ষার্থী অংশ নেয় ।