প্রকাশঃ ০৬ মে, ২০১৯ ১০:০৭:৪৭
| আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৭:৩২:০১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। হাজী আবদুল বারী মাতব্বর ও শহীদ আবদুল আলী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, শহীদ আবদুল আলী’র কনিষ্ট কন্যা নাজমা আকতার লিলিসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হাজী মোঃ নজরুল ইসলাম চৌধুরী। পরিচালনা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মুসলিম উদ্দিন ও সহকারী শিক্ষক উজ্জল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষা, চিকিৎসা, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অপার সম্ভাবনাময়ী পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশেও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আলোচনা সভা শেষে বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরুস্কার প্রদান করেন অতিথিরা।