খাগড়াছড়িতে নানা কর্মসুচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত

প্রকাশঃ ০১ মে, ২০১৯ ০৭:৩৯:২১ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৩:৪৫:০৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে পৌর টাউনহল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী ) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি শোভা যাত্রায় নেতৃত্বদেন। শোভাযাত্রাটি জেলা শহরের শাপলা চত্বরসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলের সামনে শেষ হয়। পরে পৌর টাউন হলে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা,পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা রণ-বিক্রম ত্রিপুরা, আওয়ামীলীগ নেতা নুরন্নবী চৌধুরী,জেলা শ্রমীক লীগের আহ্বায়ক জানু শিকদার, ট্রাক চালক সমিতির সাধারন সম্পাদক ইউনুছ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।