রাঙামাটিতে কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশঃ ২০ এপ্রিল, ২০১৯ ১২:৩৩:২৫ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ১০:৩১:৪৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য ১৯৭২ সালে এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে কৃষকলীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবজ্জল ভূমিকা পালন করে আসছে। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে নানা আয়োজনে বাংলদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ শক্রবার রাঙামাটি জেলা কৃষকলীগের উদ্যোগে ‘‘কৃষক বাচাঁও দেশ বাচাঁও শ্লোগান’’ একটি র‌্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকালে দলীয় কার্যালয়ে গৌরব, সংগ্রাম ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ  রোয়াজা।

আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষকলীগ হচ্ছে বাংলার মেহনতি মানুষের সংগঠন। এটা কৃষকের কথা বলে, তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষক বান্ধব সরকার। কৃষকরা খাদ্য গোদামে ধান বিক্রি করতে পারেন না। সরকারি গোদাম কর্তকর্তা-কর্মচারীদের সঙ্গে চক্রান্ত করে এক শ্রেণির দালাল কৃষকদের নামে ফায়দা লুটে। ফলে সরকারের মহৎ উদ্যোগ কৃষক পর্যায়ে প্রতিফলিত হচ্ছে না। কৃষকদের সরকারি-সুযোগ সুবিধা নিশ্চিত করতে ধান ক্রয় অভিযানে দালালমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রকৃত কৃষকদের কাছ থেকেই বোরো ধান সংগ্রহ করতে হবে। সরকারি গোদামে কৃষক ছাড়া কেউ ধান বিক্রির বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।

কৃষকলীগ সততার সাথে কৃষকের পক্ষে কথা বলে আসছে। কৃষকদের স্বার্থ রক্ষায় অতীতে মত ভবিষ্যৎতেও কৃষকলীগ কৃষকদের পাশে থাকবে।

সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, যুগ্ন-সম্পাদক জসিম উদ্দিন বাবুল, কৃষি সম্পাদক মোঃ ইউছুফ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মাকছুদ আহম্মেদ, বাঘাইছড়ি উপজেলার কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, যুগ্ন-সম্পাদক আব্দুল মতিন, রফিক তালুকদার, প্রচার সম্পাদক মততাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতা-কর্মীরা।