খাগড়াছড়িতে নদী-ছড়া দখল মুক্ত রাখার দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ১৯ এপ্রিল, ২০১৯ ০৬:২৩:১০ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৩:৪৪:০৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে চেঙ্গী নদীসহ সকল নদী-ছড়া দখলমুক্ত ও স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরে গ্রীন ভয়েস নামে একটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা, খাগড়াছড়ির চেঙ্গী নদীসহ মাইনী ফেণী নদীর দুইপাশ দখল মুক্ত করে স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় নদী-ছড়া দূষণমুক্ত রাখতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।   
মানববন্ধনের সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস’র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক সাচিনু মারমা।