রাঙামাটিতে মুজিব নগর দিবস পালিত

প্রকাশঃ ১৭ এপ্রিল, ২০১৯ ১১:২৬:২৩ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৫:৫২:৫৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিনগর দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল।
এতে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক এসএম সারোয়ার, রোবার্ট স্কাউটের  নুরুল আবছার সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

আলোচন সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে মুজিবনগর সরকারের গুরুত্বপুর্ণ ভুমিকা ছিল, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের

এই দিনে সে সময়ের মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।