খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

প্রকাশঃ ০৬ এপ্রিল, ২০১৯ ০৬:২৫:২৪ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৬:০৬:০২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ক্রীড়া বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর খাগড়াছড়িতে পালিত হল আন্তর্জাতিক ক্রীড়া দিবস -২০১৯।  শনিবার সকালে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হাশেম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক যথাক্রমে ধীমান খীসা ও আজহার হীরা।
প্রধান অতিথি বলেন, ক্রীড়া মানুষের শারীরিক ও মানসিক বিকাশ সাধন করে। পাশাপাশি  ক্রীড়াই যুব সমাজকে সন্ত্রাস ও মাদক থেকে দুরে রেখে পরস্পরকে সম্প্রীতির বন্ধনে অটুট রাখে। তাই সকলকে ক্রীড়ার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এর আগে খাগড়াছড়ি স্টেডিয়াম প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি স্থানীয় স্বনির্ভর বাজার ঘুরে আবার স্টেডিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালীতে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলার ক্রীড়া সংগঠক, ক্রীড়ানুরাগী ও বিপুল সংখ্যক খেলোয়াড়গণ অংশ নেন।