খাগড়াছড়িতে হোম সিষ্টেম সোলার প্যানেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশঃ ০৫ এপ্রিল, ২০১৯ ০৮:১০:১৩ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:২৫:২৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।  বিদ্যুৎ সুবিধা বঞ্চিত পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সোলারে আলোয় আলোকিত করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষথেকে হোম সিষ্টেম সোলার প্যানেল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার  দুপুরে খাগড়াছড়ি কার্যালয়ে প্রধান অতিথি  হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান  নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসিপিএসসি।
এ  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক  আশীষ কুমার বড়–য়া, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধান মন্ত্রীর ঘোষিত “ ঘরে ঘরে বিদ্যুৎ” সুবিধা পৌছিয়ে দেয়ার কর্মসুচীর  অংশ হিসেবে যে এলাকায় আগামী ২০ বছরেও বিদ্যুৎ সুবিধা পৌছিয়ে দেয়া সম্ভব হবে না এমন প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের জন্য  উন্নয়ন বোর্ডের পক্ষথেকে এ প্রকল্প নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলার ৪০ হাজার পরিবারকে এ সুবিধা দেয়ার কথা জানান তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের ৩৪ পরিবারের মাঝে  ১শ ওয়াটের সোলার প্যানেল ও সোলার মোবাইল চার্জার  বিতরন করা হয়। পরে তাদের এ সিষ্টেম ব্যবহার ও রক্ষাবেক্ষনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।