বান্দরবানে কাবাডি টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

প্রকাশঃ ২৭ মার্চ, ২০১৯ ১০:৪৫:৩৪ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ১০:৫৭:১৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বান্দরবানে কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বান্দরবান সদর থানার আয়োজনে স্থানীয় রাজার মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয় ।

সমাপনী  খেলায় বান্দরবান পৌরসভা দল ৫৭-২৪ পয়েন্টে কুহালং ইউনিয়ন দলকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজীত ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

এসময় পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, রুমা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব রেজওয়ানুল ইসলাম ,সদর থানার অফিসার ইনচাজর্ (ওসি) মো:শহীদুল ইসলাম চৌধুরী , সদর থানার অফিসার ইনচাজ (তদন্ত) এনামুল হক ভুইয়া, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানুপ্রু মার্মাসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

এবারের কাবাডি টুর্নামেন্টে সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার ১টি সহ মোট ৬টি দল অংশ নিয়েছে।