খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস

প্রকাশঃ ২৪ মার্চ, ২০১৯ ০৬:০৪:৫৯ | আপডেটঃ ১৫ মে, ২০২৪ ০২:২৯:৫৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস।

দিবসটি উপলক্ষে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচি, স্বাস্থ্য অধিদফতর , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে সকালে পৌর টাউন হল থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী,মেডিক্যাল অফিসার ডা. মেছবাহ উদ্দিন,ডা. অনুতোষ চাকমা, নাটাব সভাপতি জীতেন বড়–য়াসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারিরা অংশগ্রহণ করেন।    

র‌্যালী শেষে শিল্পকলা একাডিমির হল রুমে সচেতনতা মূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা যক্ষ্মা নিয়ে ভীত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। চিকিৎসায় যক্ষ্মা ভালো হয় উল্লেখ করে যক্ষ্মা সম্পর্কে সচেতন হলেই যক্ষ্মা নিয়ন্ত্রন সম্ভব বলে মন্তব্য করেন।