খাগড়াছড়িতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশঃ ২৩ মার্চ, ২০১৯ ১১:১৬:৩৭ | আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ ০৯:২৫:৪৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব হল রুমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল।

বৈঠকে বিচারক, ম্যাজিস্ট্রেট, স্বাক্ষিসহ আদালত চত্বরের নিরাপত্তা বিধানের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপীল বিভাগের নির্দেশনা প্রতিপালন হচ্ছে কি না এবং তা তদারকি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় ও সহযোগীতা বাড়ানোর উপর গুরুত্ব দেয়া হয়।

বৈঠকে এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ন জেলা ও দায়রা জজ মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আশুতোষ চাকমাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন।