বাঘাইছড়ির ৭ হত্যাকান্ডের ঘটনায় পুলিশবাদী হয়ে মামলা

প্রকাশঃ ২১ মার্চ, ২০১৯ ০১:০১:১৭ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৮:০১:৫৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে গত ১৮ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষে বাঘাইহাট থেকে বাঘাইছড়ি সদরে ফেরার পথে নয় মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ৭জন নিহত হওয়ার ঘটনায় পুলিশবাদী মামলা দায়ের করেছে।

ঘটনার দুইদিন  পর বুধবার রাত ৮টার দিকে বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুর এসব তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন। বাঘাইছড়ি থানার মামলা নম্বর ২, তারিখ-২০/০৩/২০১৯ ইং। মামলার পর আসামি গ্রেফতারে তৎপরতা আরো বেড়ে গেছে, অভিযান এরই মধ্যে জোরদার করা হয়েছে।