খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশঃ ১৮ মার্চ, ২০১৯ ০৮:৪২:০৬ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৬:৩৫:৪৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়  পার্বত্য জনপদ খাগড়াছড়িতে। সোমবার সকাল ৮ টা থেকে খাগড়াছড়ির ৮ উপজেলায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে গ্রাম এলাকায় ভোটারদের উপস্থিতি দেখা গেলেও শহর ও উপজেলা সদরে উপস্থিতি ছিল খবু কম। কোন কোন কেন্দ্র ছিল ফাঁকা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা মাঠে রয়েছে।

খাগড়াছড়ির ৮ উপজেলায় ১৭৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৭ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৮ শত ৫৪ জন।

খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহিদ হোসেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন।