উপজেলা নির্বাচনে বান্দরবানের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রকাশঃ ১৭ মার্চ, ২০১৯ ০৯:৩১:৫৬ | আপডেটঃ ০৩ এপ্রিল, ২০২৪ ০১:১৯:০৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আগামীকাল ১৮মার্চ বান্দরবান জেলার ৭টি উপজেলায় একযোগে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৷আর এ লক্ষ্যে সকাল থেকেই  জেলার ১৭৬টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

রোববার সকাল ১১ টায় এসব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়। বান্দরবান সদর উপজেলা পরিষদ থেকে বিভিন্নকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন উপস্থিত থেকে এসব সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের কাছে তুলে দেন।

এদিকে জেলার ১৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩টি দূর্গম ভোট কেন্দ্রে গতকাল থেকে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

এবার নির্বাচনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র এর ৭ উপজেলায় ১৭জন চেয়ারম্যান,১৯জন পুরুষ ভাইস-চেয়ারম্যান ও ১৪ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী নিবার্চনে অংশগ্রহণ করছে,আর জেলায় সর্বমোট ২লক্ষ ৪৬ হাজার ১শত ৮৪ জন ভোটার ১৭৬টি কেন্দ্রে ভোট প্রদানের মাধ্যমে আগামী ১৮ মার্চ  উপজেলায় চেয়ারম্যান ও ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হবে।