বান্দরবানে সহকারি শিক্ষকদের মানববন্ধন

প্রকাশঃ ১৫ মার্চ, ২০১৯ ১১:৫১:৩২ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫০:২১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবীতে বান্দরবানে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকালে বান্দরবান প্রেসক্লাব এর সামনে বান্দরবান সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়।
বান্দরবান সহকারী শিক্ষক সমিতির সভাপতি পারভিন আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অশোক তরু দাশ ও সহকারী শিক্ষক শামসুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষার মান উন্নয়নে অনবরত অবদান রেখে চলেছেন ,এই ধারা অব্যাহত রাখতে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে বাংলদেশ আওয়ামীলীগ এর নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ১১তম গ্রেডে বেতন প্রদান করার জোর দাবী জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন সহকারী শিক্ষকরা।