রাঙামাটির আরণ্যকে এবার যুক্ত হলো “হ্যাপী আইল্যান্ড” ওয়াটার রাইডার

প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০১৮ ০১:২৩:১৬ | আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ০৭:৫০:৪৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে সেনাবাহিনী পরিচালিত শহরের আরণ্যক পর্যটন জোনে ‘হ্যাপি আইল্যান্ড’ নামে একটি বিনোদন স্পট উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে স্পটটির উদ্বোধন করেছেন চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল জাহঙ্গীর কবির তালুকদার।
এ সময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. পাভেল আকরাম ও সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান-উল হকসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোরম এই বিনোদন স্পটটি নির্মিত হয়েছে রাঙামাটি শহরের উত্তর কোণের কাপ্তাই হ্রদ পরিবেষ্টিত একটি টিলার ওপর। সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন সদর দফতর জানায়,  হ্যাপি আইল্যান্ড বিনোদন স্পটটি গড়ে তোলার মাধ্যমে রাঙামাটির পর্যটন সৌন্দর্য্য গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বিনোদনের ক্ষেত্রে স্পটটি ভ্রমণপিপাসুদের আনন্দ জোগাবে। স্পটটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এটি নির্মিত হয়েছে ৪৫শতক জমিতে। সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা।