ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০১৯ ১১:৪১:৩২ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০২:০৯:৫৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের  উদ্যোগে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ,নবীন বরণ এবং শিক্ষার মানোয়ন উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক  তাতু মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মংসুই প্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা,ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান পরিমল চাকমা। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি কান্তি লাল দেওয়ান প্রমুখ।

প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য মংসুই প্রু চৌধুরী অপু  শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞানের আলোয় আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান। একই সাথে বিদায়ী শিক্ষার্থীদের ভালো ফলাফল করে স্কুলের জন্য সুনাম বয়ে আনারও আহবান জানান।

এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্কুলের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।