বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় পেলো শিক্ষা তরী

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০১৯ ১১:৫৬:০৭ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০১:০৯:১১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) প্রকল্পের মাধ্যমে বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য ইঞ্জিন চালিত শিক্ষা তরী প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহীদ মিনার সংলগ্ন জলযান ঘাটে বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে এই বোট হস্তান্তর করেন রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ।

এ সময় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সুমনী আক্তার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুন কান্তি চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, দুর্গম পাহাড়ে শিক্ষা বিস্তারে সরকার কাজ করে যাচ্ছে। রাঙামাটিতে অধিকাংশ এলাকায় নৌ পথে যাতায়াত করতে হয়। এই কারনে অনেক শিক্ষার্থী সঠিক সময়ে বিদ্যালয়ে যেতে পারেনা। এখনো অনেক বিদ্যালয়ে রয়েছে যেখানে নৌ পথে যাতায়াত করতে হয় সেগুলোকে পর্যায়ক্রমে (টি.আর) প্রকল্পের মাধ্যমে ইঞ্জিন চালিত বোটের ব্যবস্থা গ্রহন করা হবে।