বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে সমাজ সেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০১৯ ০৬:৫৫:৩২ | আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৪:০৫:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সমাজসেবা অধিদপ্তর হতে রাঙামাটির ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান অনুষ্ঠান মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করেন।

এসময় রাঙামাটি সমাজসেবা বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক’সহ দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাঙামাটির পৌর এলাকার ৩জন, সদর উপজেলার ১১জন, বাঘাইছড়ি উপজেলার ৩জন, নানিয়ারচর উপজেলার ১জন ও জুরাছড়ি উপজেলার ১জন মোট ১৯জন কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে প্রতিজনকে ৫০ হাজার করে মোট ৯লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।