রিজার্ভ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে দীপংকর তালুকদার এমপির ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০১৯ ০৬:১৬:২৬ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০২:৪১:৫৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির রিজার্ভ বাজার মসজিদ কলোনী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা পরিষদ, রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠন। গতকাল অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এ সময় তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও আওয়ামীলীগের পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন। ত্রাণ বিতরণ কালে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্থদের রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা, আওয়ামীলীগের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল ও শাড়ি লুঙ্গি এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকেও বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রসঙ্গত: গত ১৩ জুন রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার মসজিদ কলোনিতে ভয়াবহ আগুনে ৮৫টি ঘর পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৭৬টি পরিবার।