রাঙামাটিতে শেষ হলো টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০১৯ ০৭:০৭:৫০ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ১১:৩২:৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর উদ্যোগে রাঙামাটিতে আয়োজিত টেলিভিশন সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ দুপুরে শেষ হয়েছে। রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী দিনে রাঙামাটি ২৯৯ নং আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের (সাবেক)প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) এবং সহকারী প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বক্তব্য রাখেন।

ইউনিসেফের সহযোগিতায় গণমাধ্যম ইনষ্টিটিউটের এই প্রশিক্ষণে রাঙামাটিতে কর্মরত ২৫জন সাংবাদিক অংশ গ্রহন করেন।