অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের ত্রান বিতরণ

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০১৯ ১২:৪৯:৪১ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৭:৫৭:৩০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রোববার সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মসজিদ কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিকাল ৪টার পরে জেলা প্রশাসনের উদ্যেগে ৭৬টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এসব ত্রাণ বিতরণ করেন। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেক পরিবারকে নগদ ২হাজার করে টাকা, ২টি করে কম্বল এবং শুকনা খাবার দেয়া হয়।

এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ সবাইকে সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, সব সময় আমাদের সর্তক থাকতে হবে, একটু ভুলে আমাদের সর্বনাশ হতে পারে। চোরে চুরি করলে ঘরে কিছু হলেও থাকে কিন্তু আগুন সব কিছু জ্বালিয়ে দেয়। শীতকালে আগুনটা বেশী ধরে বলে এসময় সবাইকে সর্তক থাকতে বলেন।

প্রসঙ্গত: আজ রোববার সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় অগ্নিকান্ডে প্রায় ৮৫টি কাঁচা বসত ঘর পুড়ে যায়।