কাপ্তাই হ্রদে দ্বীপে নির্মিত হয়েছে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ সাধক বনভান্তের মুর্তি

প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০১৯ ০৬:৫৯:১৬ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০৮:২৩:২৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কাপ্তাই হ্রদের উচু দ্বীপে নির্মাণ করা বৌদ্ধ সাধক বনভান্তের  দন্ডয়মান মূর্তি। রাঙামাটি শহরের অদুরে রাঙামাটি সুবলং যাওয়ার মাঝপথে বালুখালীর নির্বাণ নগর বনবিহার প্রাঙ্গনে এ মূর্তিটির  এ শনিবার দুপুর ১২ টায় উদ্বোধন করেন বনভান্তের অন্যতম শিষ্য ধর্মতিষ্য স্বর্গপুরী মহাস্থবির।  বনভান্তের শত তম জন্মদিন উপলক্ষে এ মূর্তিটির উদ্বোধন করা হয়।

এ সময় হাজারো পূন্যার্থীর সাধুবাদে মুখরিত হয় নির্বাণ নগর বন বিহার এলাকার আশপাশ।

বনভান্তের মূর্তির পাশে নির্মিত হয় স-উচ্চ গৌতম বুদ্ধের মূর্তি। এ দৃষ্টি নন্দন এ মুর্তিগুলো দেখতে পূণ্যার্থীদের পাশাপাশি ভিড় করেন পর্যটকেরাও।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শান্তি সম্মৃদ্ধি ও বাংলাদেশ সরকারের মঙ্গল কামনা করেন। দিনব্যাপী অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধের পুজা, প্রদীপ প্রজ্জলন, বুদ্ধ সংগীত পরিবেশন,  মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, বনভান্তের দন্ডায়মান মুর্তি এলাকার জনগনের প্রচেষ্টায় প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। মুর্তিটি উচ্চতায়  ২৪ফুট।