কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে দীপংকর তালুকদারের নগদ অর্থ প্রদান

প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০১৯ ১১:৫৪:৫৯ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৪:২১:২৭
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস লিঃ এর (কেপিএম) আবাসিক এলাকার বারঘোনিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৮জন দোকানীর মাঝে শুক্রবার সকালে নগদ অর্থ সাহায্য প্রদান করেন রাঙামাটির নব নির্বাচিত সংসদ সদস্য  দীপংকর তালুকদার।

গত ৬ ডিসেম্বর রাত প্রায় ২টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বারঘোনা কেপিএম মার্কেটের ১৮ টি মুদি, কুলিং কর্ণার, চা-দোকান, ফার্ণিচার, লন্ড্রী ও কাপড়ের দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দোকানীরা জানায়। বারোঘোনিয়া কেপিএম মার্কেটে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলো সরেজমিনে পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্থ দোকানীদের মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান করেন।

এসময়, ওয়াগ্গা বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শহিদুল ইসলাম পিএসসি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কেপিএমের জিএম (উৎপাদন) মো. গোলাম সরওয়ার, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, উপজেলা আ'লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সাবেক জেলা পরিষদ সদস্য রুবায়েত আক্তার আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, ক্ষতিগ্রস্থ দোকানী-সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসি উপস্থিত ছিলেন।