সাজেকে ১ হাজার রাউন্ড গুলিসহ আটক ২

প্রকাশঃ ০৯ জানুয়ারী, ২০১৯ ০৭:২৫:৫০ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০৬:৪৭:২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে গোপন সুত্রে খবর পেয়ে মোটর বাইক চেক করার সময় বিপুল পরিমান তাজা গুলি উদ্ধার করেছে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে  সাজেক থেকে খাগড়াছড়িতে অবৈধভাবে অস্ত্র ও গুলি নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট পুলিশ ক্যাম্পের সামনে পুলিশ গাড়ী চেক করার সময় সকাল ৯টার দিকে মোটর সাইকেল (খাগড়াছড়ি হ ১১-৪৭৯১) চেক করার সময় মোটর সাইকেল আরোহীদের কাছ থেকে ১ হাজার রাউন্ড তাজা  এসএমজির গুলি উদ্ধার করা হয়। এসময়  কর্ণমোহন এিপুরা (২৬) পিতাঃ বিদ্যাজয় এিপুরা সাং রুইলুইপাড়া এবং  সাগর এিপুরা (২৬) পিতাঃ মনা এিপুরা এবং পোঃ-বাঘাইহাট থানা সাজেক জেলা রাঙামাটিকে আটক করা হয়।

ধারণা করা হচ্ছে, বড় ধরণের নাশকতা করার জন্য আঞ্চলিক কোন রাজনৈতিক দলকে এগুলো সরবরাহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।  
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার জানান, আসামীদের সাথে নিয়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।