রোয়াংছড়ির বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী বীর বাহাদুরের গনসংযোগ

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০১৮ ১২:৫০:৩৫ | আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ ০৮:০৯:১৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় চলছে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং পথসভা, গনসংযোগ, জনসভা ও জমজমাট নির্বাচনী প্রচারণা।

বুধবার সকাল থেকে রোয়াছড়ি উপজেলার ক্যনেইজু পাড়া, আন্তাহা পাড়া, নাছালং পাড়া, মনজয় পাড়া, বাঘমারা বাজার, ওয়াব্রাইন পাড়া, কাট্টলি পাড়া, চড়–ইপাড়া, উজি হেম্যান পাড়া ও থোয়াইংগ্য পাড়া সহ উপজেলার বিভিন্ন স্থানে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের পথ সভা ও গনসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।

এসময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, সহ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদের সদস্য ¤্রাসা খেয়াং, তিং তিং ম্যা মারমা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা, সাধারণ সম্পাদক আনন্দ সেন তঞ্চঙ্গ্যা, রাজু হেডম্যান, ৩নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর নুর মোহাম্মদসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথসভায় ও গনসংযোগ অনুষ্টানে সমর্থকদের উদ্যাশে আওয়ামীলীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং বলেন, রোয়াংছড়ি উপজেলার ক্যনেইজু পাড়া, আন্তাহা পাড়া, নাচালং পাড়া, মনজয় পাড়া, বাঘমারা বাজার ও পাহাড়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে আগামী ৩০ শে ডিসেম্বর ভোট দিতে হবে। নৌকা  জিতলে জিতবে বান্দরবান ,উন্নয়ন হবে পাহাড়ের।