বান্দরবানে গায়েবী মামলা দিয়ে ঐক্যফ্রন্ট নেতা কর্মীদের হয়রানির অভিযোগ

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০১৮ ১২:৪২:২৩ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৪:০৪:২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান ৩০০নং আসনের  ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নামে অর্ধডজনেরও বেশি গায়েবী, ভুয়া ও মিথ্যা  মামলা, এবং পুলিশি হয়রানির প্রতিবাদে ঐক্যফ্রন্ট প্রার্থী সাচিং প্রু জেরী  সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার সকালে বান্দরবানের একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত  সংবাদ  সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্ট প্রার্থী সাচিং প্রু জেরী। এসময় বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও প্রধান নির্বাচনী এজেন্ট অধ্যাপক মোঃ ওসমান গণি, সহ-সভাপতি আবদুল কুদ্দুস , যুগ্ন সম্পাদক মজিবুর রশিদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বান্দরবানে কর্মরত বিভিন্ন  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, বান্দরবানে ঐক্যফ্রন্টের প্রধান নির্বাচনী এজেন্ট  অধ্যাপক মোঃ ওসমান গণিসহ প্রায়  ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ১০টি  গায়েবী, মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে,আর এসব কারনে গত ১৫দিন ধরে পুলিশি তল্লাসির কারণে ভয়ে  এসব নেতাকর্মীরা পালিয়ে  বেড়াচ্ছেন।