প্রকাশঃ ২০ ডিসেম্বর, ২০১৮ ০৮:৩২:৩৩
| আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ০১:২৮:১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দাপ্তরিক কার্য সুষ্ঠ ও সুচারুভাবে সম্পানের লক্ষ্যে বাংলাদেশ পার্বত্য ভিক্ষু সংঘ রাঙামাটি জেলা শাখাকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে দুইটি উন্নতমানের ল্যাপটপ কম্পিউটার , প্রিন্টার ও যাবতীয় ইলেক্ট্রনিক্স সরঞ্জাদী প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ডিসেম্বর) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিস কক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ এর সাধারণ সম্পাদক শুভদর্শী মহাথের ভিক্ষুর হাতে উন্নতমানের ল্যাপটপ, প্রিন্টার ও যাবতীয় ইলেক্ট্রনিক্স সরঞ্জাদীগুলো তুলে দেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর ও পার্বত্য ভিক্ষু সংঘের ভিক্ষু উপস্থিত ছিলেন।