বান্দরবানে বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০১৮ ০৫:৪৬:১২ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ১১:১২:৫৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে নানা কর্মসুচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে র‌্যালী, আলোচনা সভা ও ৫ জন সফল নারীকে জয়িতা সম্মাননা দেয়া হয়েছে। জেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আয়োজিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
পরে উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগড়িতে ৫ জন সফল নারীকে জয়িতা সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম ।