ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে অনুদান

প্রকাশঃ ০৫ ডিসেম্বর, ২০১৮ ০৬:৩৮:৪৯ | আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ০১:২২:২৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ হতে রাঙামাটির ১০টি উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়ন ও কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।  

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ আর্থিক অনুদান নৃ-গোষ্ঠী পরিবার ও শিক্ষার্থীদের মাঝে তুলে দেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সমাজসেবা সদর উপজেলা কর্মকর্তা আব্দুল রশীদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা দীলিপ চাকমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিম্নলিখিত উপজেলাগুলোতে পরিবার ও শিক্ষার্থী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার ও ভিক্ষুক পুনর্বাসন বাবদ মোট ৬৩লক্ষ ৮৪হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

    উপজেলা    পরিবার    শিক্ষার্থী
১    বাঘাইছড়ি    ১২০টি     ৪০জন
২    বিলাইছড়ি    ৯০টি    ২৮ জন
৩    বরকল    ৯০টি     ৩০ জন
৪    লংগদু    ৯০টি     ৩০জন
৫    জুরাছড়ি    ৯০টি     ২৮জন
৬    রাজস্থলী    ৯০টি     ২৯ জন
৭    নানিয়ারচর    ৯০টি     ৩০জন
৮    কাউখালী    ৯০টি     ৩০জন
৯    কাপ্তাই    ৯০টি     ৩০জন
১০    রাঙামাটি সদর উপজেলা ও পৌর এলাকা    ২৪৯টি     ৫৭জন
    মোট    ১০৮৯টি    ৩৩২ জন