প্রকাশঃ ২৫ জানুয়ারী, ২০২৫ ০৬:৫৬:৫২
| আপডেটঃ ২৭ জানুয়ারী, ২০২৫ ০৭:০১:৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে বিএনপির শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জেলার দশ উপজেলার পাঁচ হাজার শীর্তাতদের মাঝে পাঁচ হাজার শীতবস্ত্র বিতরণ করা হবে। আজ দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নাসের খানের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সহ- সভাপতি বাবুল আলী, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, নগর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার ( জাসাস) জেলা কমিটির সাধারন সম্পাদক কামাল হোসেনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতার্ত মানুষেরা এসব শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন এবং বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিএনপি নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্র্দেশে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি।