প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২৫ ০৬:৩০:৪২
| আপডেটঃ ২৫ জানুয়ারী, ২০২৫ ০৬:৩৩:৪২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করায় ল্যান্ড মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী আহত হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ ভালুখাইয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৯ এর শূন্য লাইন হতে ৪০০মিটার মিয়ানমারের অভ্যন্তরে আমতলী ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আশপাশে ল্যান্ড মাইন বিস্ফোরণে রাসেল নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়।
আহত রাসেল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর লেম্বুছড়ি এলাকার সাবেক মেম্বার মুজিবুর রহমান এর ছেলে।
আহত রাসেলের সাথে থাকা স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, ভোরে তারা ৪ জন সীমান্ত পিলার এলাকায় ঘুরতে যায়, এসময় হঠাৎ মাইন বিস্ফোরণের কবলে পড়ে রাসেল। বিস্ফোরণে তার প্রচুর রক্তক্ষরণ হয় আর ডান পায়ের গোড়ালী বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে জানান, গত কয়েকদিন ধরে মিয়ানমার থেকে চোরাই পথে গরু বাংলাদেশে পাচারের জন্য সক্রিয় হয়ে ওঠেছে কিছু চক্র, আর এদের মধ্যে অনেকেই গহীন পথে চোরাকারবারী করতে গিয়ে মিয়ানমারের বিভিন্ন বাহিনীর মাটিতে পুতে থাকা স্থল মাইনের বিস্ফোরণে গুরুত্বর আহত হচ্ছে।
এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসরুরুল হক ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, সীমান্তরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যাওয়ায় সেখানে ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুত্বর আহত হয়েছে রাসেল এবং তাকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।