প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২৫ ০৮:১৭:২৮
| আপডেটঃ ২৪ জানুয়ারী, ২০২৫ ০৫:০০:০৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় ” এই স্লোগানকে সমুন্নত রেখে বান্দরবানে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার সেমিনার, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বান্দরবান সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বান্দরবান সদর উপজেলা প্রশাসনের মাঠে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
দুপুরে ফিতা কাটার মধ্য দিয়ে বিজ্ঞান মেলা শুরু হয় এবং অতিথিরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন। বান্দরবানের ১১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন নতুন উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে এবারের বিজ্ঞান মেলায় অংশ নেয়। পরে আলোচনা সভা শেষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় সদর উপজেলা সমবায় অফিসার পুলু প্রু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের বান্দরবান জেলার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছুরত আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুল আবছারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।