প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৫ ০৬:২২:০৭
| আপডেটঃ ২০ জানুয়ারী, ২০২৫ ১২:৪৩:৪৭
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা বিকেলে নাইল্যাছড়িতে অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যর মধ্যে কাউখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া, যুবদলের সভাপতি মোমিনুল করিম ও ছাত্র দলের জাহেদুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ, দেশের উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি প্রতিষ্ঠাতার অবদানের কথা স্মরণ করেন।
পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।