সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চন্দনাইশ পৌর এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের আগমন ঘিরে রাঙামাটি জেলা গণতান্ত্রিক যুদল ও পৌর এলডিপির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বনরূপার একটি
রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায়
সভাপতিত্ব করেন-
রাঙামাটি পৌর
এলডিপির সভাপতি
হাজী
আলমগীর।
বিশেষ
অতিথি
ছিলেন-
জেলা
এলডিপির সিনিয়র
সহ-সভাপতি ফরিদুল ইসলাম,
সহ-সভাপতি কমল বিকাশ
চাকমা,
দপ্তর
সম্পাদক নুরুল
আনোয়ার,
পৌর
এলডিপির সাধারণ
সম্পাদক ফকরুল
ইসলাম,
সহ-সভাপতি মো. ইউনুছ,
জেলা
গণতান্ত্রিক যুবদলের সভাপতি
শহীদুল
ইসলাম,
সাধারণ
সম্পাদক সাইফুদ্দীন, সদর
থানা
শাখার
সভাপতি
প্রতুল
বিকাশ
চাকমা।
স্বাগত
বক্তব্য রাখেন-
জেলা
গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক আবু
তৈয়ব
ও
সদস্য
সচিব
মো.
মঞ্জ।
এসময়
এলডিপির অংগ
ও
সহযোগি
সংগঠনের বিভিন্ন স্তরের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে
চন্দনাইশ পৌর
এলডিপির সভাপতি
আলহাজ্ব এম
আইনুল
কবিরকে
জেলা
গণতান্ত্রিক যুদল
ও
পৌর
এলডিপির পক্ষ
থেকে
ফুলেল
শুভেচ্ছা জানানো
হয়।