সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। কাউখালী উপজেলায় তারুণ্যের উৎসব- ২০২৫ এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য লুৎফুন্নেছা বেগম।
তারুণ্যের উৎসব-২০২৫ এর ক্রিকেট, ফুটবল এবং মহিলা দলের ফুটবল খেলার ইভেন্টগুলোতে কাউখালী উপজেলার চারটি ইউনিয়ন ঘাগড়া, কলমপতি, বেতবুনিয়া এবং ফটিকছড়ি ইউনিয়ন অংশগ্রহণ করে। ১৩/০১/২৫ তারিখ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে আজ বুধবার খেলাধুলার ফাইনালের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের অংশের সমাপ্তি হল। ক্রিকেটে বেতবুনিয়া ইউনিয়ন, ছেলে এবং মেয়েদের ফুটবলে হাড্ডাহাড্ডি লড়াই করে ঘাগড়া ইউনিয়ন জয়লাভ করে।
উপজেলা পর্যায়ের জয়ী দলগুলো পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহন করবে। আগামী সপ্তাহ হতেই জেলা পর্যায়ের অংশের আয়োজন শুরু হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।