প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৫:৪৯:৩২
| আপডেটঃ ২৪ জানুয়ারী, ২০২৫ ০১:০৭:২২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক বিক্রেতা আটক করা হয়েছে।
বিজিবির তথ্যমতে জানা যায়, ১৫জানুয়ারি (বুধবার) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়কের দিক নির্দেশনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) বিজিবি, এনএসআই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সমন্বয়ে মাদক চোরাচালান বিরোধী এক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আরো জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল এর নেতৃত্বে বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে সীমান্ত পিলার-৪৬ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আশারতলী (জিআর-৩২৪৬৫০ এমএস ৮৪সি/৩) নামক স্থানে অভিযান চালাতে গিয়ে নাইক্ষ্যংছড়ির আশারতলী গ্রামের আবুল কালামের ছেলে মাদক চোরাকারবারী মো.জিয়াবুল হক (২৪) কে আটক করা হয় এবং এসময় তার কাছ থেকে ১০হাজার পিস বার্মিজ ইয়াবা আটক করা হয়।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো.শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবাসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করা হয়েছে।