জুরাছড়ি উপজেলায় জেলা পরিষদের সদস্য বরুন ও প্রতুলকে গণ-সংবর্ধনা

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ০২:৫৮:৫৭ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১১:৩৭:০৪

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য বরুন বিকাশ দেওয়ান প্রতুল চন্দ্র দেওয়ান গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে

 

সোমবার(১৩ জানুয়ারি) মৈদং ইউনিয়ন পরিষদের আয়োজনে জামেরছড়িতে স্থানীয় হেডম্যান, কার্বারী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গণ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুরাছড়ি বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, স্থানীয় কাব্বারী লাল বিহারী চাকমা, দুমদুম্যা ইউনিয়নের সমাজ সেবা কল্যান ময় চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান বলেন, বর্তমান গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ দুর্নীতি মুক্ত বৈষম্য বিরোধী এবং প্রান্তিক এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধ পরিকর। 

 

তিনি আরো বলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যানের নেতৃত্বে পার্বত্য রাঙামাটিতে যথাযথ উন্নয়নের আশা করতে পারে।  আমরা কোন অবস্থায় দুনীতিতে বিন্দু মাত্র আপোষ করবো না।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান প্রধান অতিথির বক্তব্যে বলেন, মৈদং ইউনিয়নে পর্দারপন না করলে এতোটা দুর্গম বুঝা যেতোনা। এই এলাকার জনগোষ্ঠীর যুগ যুগ ধরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। এখানে নেই যোগাযোগের রাস্তা, নেই মোবাইল নেটওয়ার্ক, নেই ভৌ-অবকাঠামো। সরকার কতৃক বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হলেও সঠিক জবাবদিহিতা না থাকায় সাধারন মানুষদের এসব সবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়েছে। 

 

তিনি আরো বলেন, বর্তমান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ভাবে যথাযথ ভাবে রাস্তাঘাট উন্নয়নসহ প্রান্তিক এলাকায় সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। 

 

অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন জেলা পরিষদের সদস্যগণ।

 

এর আগে আমতলী ধম্মদয় বন বিহার, পানছড়ি বৌদ্ধ বিহার, জামেরছড়ি শাখা বন বিহার পরির্দশন করেন।